বেলাশেষে
October 23, 2021
Poem

এখন আর লিখতে পারিনা
ভাবনাগুলো ঘুরে ফিরে তোমাতে গিয়ে থামে
আগে বৃষ্টির ফোঁটা গুনতাম
পা ভিজিয়া পুকুর পাড়ে বসতাম
প্রজাপতির পাখার রঙ সে যে কি সুন্দর
নীলাকাশ কিংবা মেঘলা কালো আকাশ
শিয়েলের বিয়ে শেষে রংধনু
খোলা আকাশের নীচে চিত হয়ে কতো তারা গুনেছি
কাঁদায় মাখামাখি হয়ে কতো ঘরে ফিরেছি
সবকিছুর রঙ একই ছিলো যেমন তোমরাও দেখতে
গন্ধও ছিলো এক, ছিলো ব্যথার বেদনা
মুচকি হাসি, অট্টোহাসি সব তো একই ছিলো
তবে আজ কেনো দেখিনা
আজ কেনো লিখে রাখিনা
কেনো এলে জীবনে বেলাশেষে
কেনো সব থেমে যায় তোমাতে গিয়ে
তোমাতে গিয়ে

Hi, I’m Alam — a mathematician at heart who’s passionate about numbers, technology, and creative problem-solving. I also enjoy writing stories and poems in my free time.